পাবলিক ভয়েস: বিশ্ব ইজতেমা বিষয়ক সার্বিক বিভিন্ন বিষয় নিয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ জায়েদ তাবলীগের দুই পক্ষের লোকজন নিয়ে ফের আলোচনায় বসেছেন। এর মধ্যে নিজামুদ্দিন পন্থী মাওলানা সাদ অনুসারীদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ ওয়াসিফ অপরপক্ষে তাবলীগের মূলধারা এবং সাধারণ তাবলীগিদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মাওলানা জুবায়ের। উভয় পক্ষ নিয়ে বিশ্ব ইজতেমা কিভাবে হবে সে বিষয়ে আলোচনা করছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ জায়েদ। বিকাল ৪.৩০ টা থেকে এ বৈঠক চলছে।
বৈঠক শেষে সার্বিক বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হবে বলে জানান ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং বৈঠকে বেশ কিছু অমীমাংসিত বিষয়ে সিদ্ধান্ত হবে বলে তিনি জানান।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমদফা বৈঠক শেষে ওইদিনই বিকেলে ধর্ম মন্ত্রণালয়ে দ্বিতীয় দফায় বৈঠক হয়।
পরে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, কিছুদিন ধরে বিভিন্ন লোক বিভিন্নভাবে বিশ্ব ইজতেমাকে ভাগাভাগি করার চেষ্টা করছে। কোনোভাবেই এটাকে ভাগ করতে দেয়া যাবে না। গতবছরও গোলযোগ রাস্তায় এসে গিয়েছিল। আমরা এটা সফলভাবে নিবৃত করতে সক্ষম হয়েছি। ‘এবার দূরত্বটা অনেক বেশি, আরও শক্ত হয়েছে। শক্ত কারণগুলোর জট খুলতে আমাদের একটু শক্ত হতে হয়েছে। দু’পক্ষকে এক জায়গায় বসাতে সক্ষম হয়েছি, যাতে এক জায়গায় করতে পারি। এজন্য নিরাপত্তার দায়িত্ব সরকারের।’
সেদিন তিনি আরও বলেন, কয়েক দিন আগে নির্বাচনে জয়ী হলো সরকার, প্রথম কাজটাই যদি হয় তাবলিগ জামাতের ইজতেমা হচ্ছে না, নিন্দুকের তো আর অভাব নাই। বলবে যে তাবলিগটাই ভেঙে দিয়েছে। এর সঙ্গে সরকারের ইমেজ জড়িত। তাবলিগ-জামাত হতে হবে, একসঙ্গে হতে হবে। এটা প্রধানমন্ত্রীর ইমেজের সঙ্গে জড়িত।
প্রতিমন্ত্রী সেদিন বলেন, আজকে সবাই একমত যে ১৫-১৭ ফেব্রুয়ারি একত্রে টঙ্গীতে বিশ্ব ইজতেমা হবে। তবে কিছু কিছু কথা আছে সে কারণে আবারও একসঙ্গে বসতে হবে।