 
     পাবলিক ভয়েস: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় ১৯ হাজার ৬ শ’ ৩০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাব।
পাবলিক ভয়েস: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় ১৯ হাজার ৬ শ’ ৩০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র্যাব।
আটকৃকতরা হলেন- মো. জিয়াউর রহমান (৩৫), মো. আনারুল (৩২) এবং মোহাম্মদ আলী (৪১)।
আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ভোরে তাদের আটক করা হয়। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন এলাকায়। তারা ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলো। জব্দ করা গাড়িটি ইয়াবা পরিবহনের কাজে ব্যবহার হতো।
আটকদের ফেনী মডেল থানায় সোপর্দ করা হবে বলেও জানান নুরুজ্জামান।