পাবলিক ভয়েস: সেন্টমার্টিন থেকে ৩০ মাইল পশ্চিমে গভীর সাগরে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন ১৪ মাঝিমাল্লা।
গতকাল সোমবার ভোররাতে সাগরে আকস্মিক ঝড় উঠলে ‘এফভি শাহ বদর-২’ নামের ওই ট্রলার ডুবে যায়।
কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ভোররাতে সাগরে আকস্মিক ঝড় উঠলে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারটির ২০ জন মাঝিমাল্লার মধ্যে এ পর্যন্ত পাঁচজনকে জীবিত ও একজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। বাকি ১৪ জন নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ডের চারটি জাহাজ ও একাধিক ফিশিং ট্রলার উদ্ধার অভিযান চালাচ্ছে।