পাবলিক ভয়েস: চট্টগ্রামের বাকলিয়ায় থানাধীন বৌ-বাজার এলাকায় একটি ঝুট গুদামে আগুন লেগে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ সোমবার (৪ জানুয়ারি) ভোর চারটার দিকে হাতিমিয়া রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে চন্দনপুরা, নন্দনকাননসহ তিনটি স্টেশনের ৭টি গাড়ি গিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, সেমিপাকা ওই ঝুট গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ১০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে।