পাবলিক ভয়েস: ক’দিন আগে যে মমতা বন্দোপাধ্যায় তোপ দেগেছিলেন তাকে, সেই মমতাকে পাল্টা জবাব দিলেন যেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ‘মোদীর দিন শেষ’ বলার জবাবে এবার ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘তৃণমূলের বিদায় নিশ্চিত’।
আজ শনিবার (২ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গে বাংলাদেশ-সীমান্ত লাগোয়া বনগাঁর ঠাকুর নগর এলাকায় আয়োজিত জনসভায় বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী মোদী বক্তৃতা করেন।
কেন্দ্রীয় সরকারের অন্তর্বর্তী বাজেট পেশের ঠিক শেষ দিকে মমতারই রাজ্যে এসে মোদী বলেন, পশ্চিমবঙ্গের প্রশাসনিক পরিস্থিতি খুবই খারাপ। বাম সরকারের মতো তৃণমূল কংগ্রেস সরকারও মানুষের কাজে লাগতে ব্যর্থ। পশ্চিমবঙ্গে ‘সিন্ডিকেট রাজের’ নামে চাঁদাবাজি চলছে।
বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে রাজ্যের সার্বিক উন্নতি হবে বলেও অঙ্গীকার করেন মোদী।
ঠাকুর নগরের সভার পরেই পশ্চিমবঙ্গের দুর্গাপুরে আরো একটি জনসভা করেন মোদী। সেখানে তিনি বলেন, তৃণমূলের বিদায় নিশ্চিত।
বাজেট প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এই বাজেট শুরুর শুরু, লোকসভা নির্বাচনের পরে নতুন ভারতের জন্য আরও বিভিন্ন প্রকল্প আসতে চলেছে।