ভোলা প্রতিনিধি॥ “সুস্থ্য-সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নেই" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষে হয়। র্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারী কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহন করেন।
র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো. মোজাহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান, জেলা খাদ্য নিয়ন্ত্রয়ক নিত্যানন্দ কুন্ডু। র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয় হলরুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো. মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।