প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০১৯, ৭:০০ অপরাহ্ণ
একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে কবি শেখ সুমাইয়া সুলতানার ‘কিছু বলতে চাই’

পাবলিক ভয়েস: অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে কবি শেখ সুমাইয়া সুলতানার ‘কিছু বলতে চাই’। এসময়ের তরুণ কবি ও লেখিকা শেখ সুমাইয়া সুলতানার গবেষণামূলক ও একটি ম্যাগনেটাইট নামকরণের বাণীগ্রন্থ ‘কিছু বলতে চাই’।
২০১৮ সালের একুশে বই মেলায় প্রকাশিত হয়েছিলো তার লেখা কাব্যগ্রন্থ ‘শ্বাসরুদ্ধ কারাগার’। বইটি পাঠকদের মাঝে ভালোই সাড়া জাগিয়েছিলো। সেই সুবাদে এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে তার বাণীগ্রন্থ “কিছু বলতে চাই”।
বইটির এই ম্যাগনেটাইট নামকরণ করেছেন শ্রদ্ধেয় কবি ও আবৃত্তিশিল্পী একান্ত চৌধুরী রানা। বইটির প্রচ্ছদ করেছেন সুলাইমান সাদী। বইটি প্রকাশনায় থাকছে বাবুই প্রকাশনী।
'কিছু বলতে চাই''
শেখ সুমাইয়া সুলতানা (বাণীগ্রন্থ)
মূল্য : ১৫০ টাকা।
প্রকাশনী : বাবুই প্রকাশনী
স্টল নং- ৪৬২
প্রকাশক: মোরশেদ আলম হৃদয়
প্রচ্ছদঃ সুলায়মান সাদী।
Copyright © 2025 Samakaler Kontho. All rights reserved.