মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরে মোটর বাইক জব্দ করা ও মামলার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রলীগ দ্বন্দ্বের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বেলা ১১টায় শহরের চৌড়ঙ্গী মোড়ে এই ঘটনা ঘটে।
এসময় মাগুরা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা জানান, স্কাউট সদস্যরা ইভানের বাইক রোধ করলে বাক-বিতন্ডার শুরু হয়। পরে উত্তেজিত অবস্থায় পুলিশ সদস্য ইভানকে শারীরিকভাবে আক্রমন করেন।
মাগুরা জেলা ছাত্রলীগ সভাপতি মীর মেহেদী হাসান রুবেল জানান, ডিবি পুলিশের নাসির, শামীম, এস আই মিজান, মুস্তাফিজ ও টিএসআই মিজানসহ একাধিক সদস্য ছাত্রলীগ কর্মীর উপর লোহার রড ও লাঠিচার্জ করা হয়েছে। এই ঘটনায় ছাত্রলীগের একাধিক কর্মী আহত হয়েছে। এসময় তিনি দাবী করেন উক্ত পুলিশ সদস্যরা উদ্দেশ্যমূলক ভাবে এই ঘটনা ঘটিয়েছে।
এই ঘটনার পরপরই মাগুরা জেলা ছাত্রলীগ জয় বাংলা শ্লোগান দিয়ে সড়ক অবরোধ করে। এসময় এই ঘটনার সাথে জড়িত সকল পুলিশ সদস্যের শাস্তির দাবি জানান তারা। পরে মাগুরা জেলা আ.লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডুসহ অন্যান্য নেতৃবৃন্দ পুলিশ সুপারের সাথে বৈঠক করে ছাত্রলীগকে সড়ক অবরোধ তুলে নিতে বলেন।
মাগুরা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়, আমাদেরকে মাগুরা জেলা পুলিশ সুপার আশ্বস্ত করেছেন যে তিনি ৪৮ ঘন্টার মধ্যে তিনি এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।
এই ঘটনায় মাগুরা জেলা পুলিশ এর অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ট্রাফিক ও কমিউনিটি পুলিশ স্কাউট সদস্যদের সহায়তায় শহরের চৌরাস্তায় মোটরসাকেলের কাগজপত্র চেকিং এর সময় ছাত্রলীগ কর্মীদের সাথে সামান্য ভুল বোঝাবুঝি ও অনাঙ্খিত ঘটনা ঘটেছে।
বিষয়টি নিয়ে তারা স্থানীয় আ.লীগ নেতাদের সাথে বসে সমধান করেছেন। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগী ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগ আমাকে আশ্বস্ত করেছে যে ভবিষ্যতে তারা সকলেই মোটর যান আইন মান্য করবেন ও হেলমেট পরিধান করবেন। ঘটনার সূত্রপাত ও লাঠি চার্জ করার ব্যাপারে তিনি বলেন, ভবিষ্যতে স্কাউটদেরকে এই ধরনের কাজে সম্পৃক্ত করা হবে না বলেও তিনি জানান।