পাবলিক ভয়েস: গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় নিজাম উদ্দিন মৃধা (৩৮) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
নিজাম উদ্দিন মৃধা বরিশালের কোতোয়ালি থানার উত্তর ময়লাখোলা এলাকার মৃত ইসহাক মৃধার ছেলে।
আজ বৃহস্পতিবার (৩১ জানুযারি) সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী নতুন বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ভাড়াবাসায় থেকে কোনাবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন নিজাম উদ্দিন মৃধা। সকালে কাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে সাইড থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলেও জানান এসআই রফিকুল ইসলাম।