পাবলিক ভয়েস: মাওলানা জুলফিকার আহমাদ নকশাবন্দীর অন্যতম খলিফা উজবেকিস্তানের ওয়ার্ল্ড সুফি সেন্টারের চেয়ারম্যান শায়েখ আব্দুল কারীম বিন সাঈদ খাদাইয়েদ দাঈ ও ওয়ায়েজ, পাবলিক ভয়েস সম্পাদক, মুফতী হাবিবুর রহমান মিছবাহকে ‘নকশবন্দী ট্যুরিজম ফেস্টিবল’- এর পেক্ষ থেকে আগামী ১৯ এপ্রিল বোখারায় অনুষ্ঠিতব্য খাজা বাহাউদ্দিন নকশবন্দী রহ. এর ৭০০ বর্ষী উপলক্ষে উজবেকিস্তানে আয়োজিত সুফি সম্মেলনে অংশগ্রহন করার আমন্ত্রণ জানান।
আজ বুধবার পাবলিক ভয়েস টোয়েন্টি ফোরের প্রধান উপদেষ্টা, দৈনিক ইনকিলাবের সহ-সম্পাদক মাও. উবায়দুর রহমান খান নদভীর আমন্ত্রণে পাবলিক ভয়েস টোয়েন্টি ফোর ডটকম ভিজিটের সময় তিনি এ দাওয়াত প্রদান করেন।
আরও পড়ুন- উজবেকিস্তান ওয়ার্ল্ড সুফি সেন্টারের চেয়ারম্যানের ‘পাবলিক ভয়েস’ অফিস পরিদর্শন
উল্লেখ্য যে, বিশ্বব্যাপী তরীকা ও তাসাওওফের সাথে জড়িত মুসলমানদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য কাজ করা ওয়ার্ল্ড সুফি সেন্টারের চেয়ারম্যান শায়েখ আব্দুল কারীম বিন সাঈদ খাদাইয়েদ এখন ঢাকায়। এপ্রিলে ১৯ বোখারায় অনুষ্ঠিতব্য খাজা বাহাউদ্দিন নকশবন্দী রহ. এর ৭০০ বর্ষী উপলক্ষে উজবেকিস্তানে আয়োজিত সম্মেলনের প্রস্তুতি হিসাবে তিনি বিশ্বের বহু দেশ ঘুরছেন। তুরষ্ক থেকে মালয়েশিয়া হয়ে তিনি এখন বাংলাদেশে।
এপ্রিলের এই অনুষ্ঠানে বোখারায় যেতে ইচ্ছুক ব্যক্তিরা ১ লাখ ১০ হাজার টাকার প্যাকেজে ৮ দিনের সফরে যেতে পারবেন। সুফি সেন্টার এ প্যাকেজ দিচ্ছে। ৩১ তারিখ সিলেট দরগা মাদরাসা, ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম পটিয়া মাদরাসাসহ তিনি নানা স্থান সফর করবেন। ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় শায়েখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার থেকে ঢাকা ত্যাগের আগে তিনি দেশের তরীকা ও তাসাওওফের সাথে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার সাথে যোগাযোগে থাকবেন।
ঢাকার নাম্বার ০১৬৭৭১০৯৫৪৩।