আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-১৫৪ নান্দাইল ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী । এই খবরে এলাকায় তার কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ -উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। হাসিনা খান চৌধুরী নান্দাইল উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ৩ বারের সাবেক এমপি মরহুম খুররম খান চৌধুরীর সহধর্মিণীর হাসিনা খান চৌধুরী। দীর্ঘ দিনের রাজনীতি জীবনে নান্দাইল উপজেলায় রেখে গেছেন অসংখ্য উন্নয়ন ব্যক্তিত্ব ও উনার অনেক সমর্থক। হাসিনা খান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণার পর মরহুম খুররম খান চৌধুরীর রেখে যাওয়া কর্মী সমথর্ক ও সাধারণ মানুষের মাঝে শুরু হয়েছে আনন্দ উল্লাস। নির্বাচন মাঠে হাসিনা খান চৌধুরীর ভোটের ক্ষেত্রে পাবেন স্বামীর রেখে যাওয়া উন্নয়ন ও কর্মী সমথর্ক ও সাধারণ মানুষের সমর্থন ।