আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
নান্দাইল পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কমিশনার খায়রুল ইসলাম মানিককে নিজ বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার (১৫ /০১/২০২৬ ) বিকাল আনুমানিক চারটার দিকে নান্দাইল পৌর এলাকার ৮ নং ওয়ার্ডে তার নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবা ও অসামাজিক কাজের জড়িত ছিল রুকন (২৫)ও তার স্ত্রী (২২) রুপা। অসামাজিক কাজ থেকে বিরত রাখার জন্য তাদের মধ্যে তর্ক বির্তকের এক পর্যায়ে রুকন (২৫) নামের এক যুবক খায়রুল ইসলাম মানিকের বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। রুকনের পিতার নাম ইসলাম উদ্দিন। রুকনের সাথে তার স্ত্রী ইয়াবা ব্যবসায়ী রূপা (২০) জড়িত। তাদের বাড়ি চন্ডীপাশা গুরস্থান সংলগ্ন এলাকায়। এলাকাবাসী জানায় রুকন দীর্ঘদিন ইয়াবা ও গাজা ব্যবসা ও অসামাজিক কাজে লিপ্ত। এলাকায় ছাগল , হাঁস,মুরগী চুরি করার সাথে জড়িত। আহত মানিক কে
তার পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, তার অবস্থা আশঙ্কাজনক।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে