আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইল আজ ১১ জানুয়ারি রোজ রবিবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা কৃষি অফিসের হল রুমে সারাদিন ব্যাপী কৃষক - কৃষাণী উওম
কৃষি চর্চা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষি কাজে অধিক ফলন ও ক্ষতির বিষয় গুলো নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ ময়মনসিংহ তৌফিক আহমদ খান, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষি উন্মে হাবিবা, মনিটরিং অফিসার ড,সালাহ উদ্দিন কায়সার, নান্দাইল উপজেলা কৃষি অফিসার নাঈম সুলতানা।
সেচ বালাই নাশক প্রয়োগ ব্যবহার এবং পোকা - মাকড় এর আক্রমণ বিষ ব্যবহার
ধান শাক সবজিতে কম ব্যবহার পরিস্কার
পানি ব্যবহার করা। পরিস্কার পরিচ্ছন্নতা বর্ষনযন্ত্র সার ব্যবহারিক প্রয়োগ যন্ত্রপাতি। পোকামাকড় রোগ সৃষ্টিকারী অনুজীব বাহিক্য সংক্রামক। চারা বীজ ব্যবহার রাসায়নিকের পরিমিত ব্যবহার, ড্রেনের দূষিত পানি ব্যবহার না করা ফসল উৎপাদনে অপরিশোধিত মানব বর্জ্য ব্যবহার করা যাবে না। শহরের বর্জ্য স্হাপনা হাসপাতাল শিল্প ডাম্পিং বর্জ্য কৃষিতে জমিতে পানি প্রবেশ বন্ধ করতে হবে।