চট্রগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের হাতপাখার প্রার্থী অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার এর মনোনয়নের বৈধতা ঘোষণা করা হয়েছে।ফলে বাঁশখালীতে ত্রিমুখী লড়াইয়ে আভাস পাওয়া যাচ্ছে।ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত ওয়ান বক্স পলিসিতে যদি জামায়াত থাকে তাহলে সমঝোতার মাধ্যমে এটা নেজামে ইসলাম পার্টি অথবা ইসলামী আন্দোলন পাওয়ার সম্ভাবনা বেশি।এদিকে হঠাৎ হাতপাখার প্রার্থী পরিবর্তন করে সাবেক ছাত্রনেতা ও বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার কে প্রার্থী করায় নির্বাচনে অনেকটা হিসেব নিকেশ পাল্টে যাবে।বাঁশখালী আলেম ওলামা অধ্যুসিত এলাকা।এখানে বিএনপির পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভালো করার সম্ভাবনা বেশি।বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় সমঝোতায় যদি ইসলামপন্থীদের একক প্রার্থী থাকে তাহলে ইসলামী দলের প্রার্থী জিতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।হোক তা ইসলামী আন্দোলন, জামায়াত বা নেজামে ইসলাম পার্টি।সমঝোতায় এই আসন নেজামে ইসলাম পার্টি পাবে বলে গুঞ্জন রয়েছে।যদি সমঝোতা না হয় তাহলে পরিস্থিতি পাল্টে যাবে।তখন ধানের শীষ,হাতপাখা ও দাঁড়িপাল্লার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।তখন জামায়াত, ইসলামী আন্দোলনের প্রার্থী জিতে আসা কঠিন হলেও ধানের শীষ সহজে বিজয় লাভ করবে।তবে হাতপাখার ৫০-৬০ হাজার ভোট পাবার সম্ভাবনা রয়েছে।জামায়াত যদি সমঝোতায় না আসে তাহলে সারা দেশে অন্তত ১০০ আসনে দাঁড়িপাল্লা হাতপাখার কারণে পরাজিত হবে।এতে করে ইসলামী আন্দোলনের চেয়ে জামায়াতেরই ক্ষতি বেশি হবে।