বাঁশখালী প্রতিনিধি,চট্টগ্রাম
চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে মনোনয়ন ফরম নিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখার প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার। আজ শনিবার (২৭ ডিসেম্বর২৫) দুপুর ১টায় উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।এসময় সাথে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা সেক্রেটারি মাওলানা এস এম ফয়জুল্লাহ,বাঁশখালী পৌরসভা সভাপতি জনাব মোহাম্মদ কলিম উল্লাহ,মাওলানা আব্দুল গফুর,এমডি নুরুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গেল বুধবার হঠাৎ প্রার্থী পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার কে হাতপাখার প্রার্থী ঘোষণা করে দলটি।ঘোষণা কে কেন্দ্র করে ফের সরব হয়ে উঠেছে হাতপাখার কর্মীরা।রুহুল্লাহ তালুকদার তৃণমূল থেকে উঠে আসা নেতা।তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি ছিলেন।বাঁশখালীতে তিনি সুপরিচিত। সেই সাথে রয়েছে তাঁর সুনামও।তিনি প্রার্থী হবার পর থেকে দলটির বেশ তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন, জামায়াত,নাকি নেজামে ইসলাম পার্টির প্রার্থী চূড়ান্ত হচ্ছে সেটা ৮দলের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণার পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে।