আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কাচামাটিয়া নদী থেকে অবৈধভাবে ডেজার দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। মোঃ হারিছ মিয়া পিতা মৃত লাল হোসেন বেপারীগ্রাম বরুয়াকান্দা ১ নং ওয়ার্ড ইউনিয়ন চন্ডীপাশা। হারিজ মিয়া কারও কথা কর্ণপাত করেনি। এ বিষয় নিয়ে উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রসুলপুর গ্রামের বাণিজ্য বাজার সংলগ্ন কাচামাটিয়া নদীতে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই নদীর মাটি কেটে বিক্রি করে আসছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়রা জানান, দিনের পর দিন ভারী যন্ত্রপাতি (ড্রেজার) ব্যবহার করে নদীর তলদেশ থেকে মাটি উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং আশপাশের কৃষিজমি ও বসতভিটা মারাত্মক হুমকির মুখে পড়ছে। পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, নদীর মাটি কাটার বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার নিষেধ করা হলেও অভিযুক্তরা তা অমান্য করে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে স্থানীয় জনগণের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে মোঃ নূরুল ইসলাম, পিতা মৃত- আসক আলী ও মোঃ আলম, পিতা: মৃত সাহাব উদ্দিন, গ্রাম: রসুলপুর, উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তারা দ্রুত সরেজমিনে তদন্ত করে অবৈধভাবে নদীর মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর আশা, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে অবৈধ মাটি কাটা বন্ধ হবে এবং কাচামাটিয়া নদীসহ এলাকার পরিবেশ ও জনস্বার্থ সুরক্ষিত থাকবে।