এম সালমান আহমদ সুজন,) সুনামগঞ্জ প্রতিনিধি)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–১ (জামালগঞ্জ,তাহিরপুর,ধর্মপাশা ও মধ্যনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হক, উপজেলা ইসলামী আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা আজিজুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির সাংগঠনিক জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলামসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহের পর আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করা হবে। মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জনি রায়।