আনোয়ার হুসাইন(স্টাফ রিপোর্টার)
ওসমান হাদির ওপরে হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
আজ ১২ ডিসেম্বর দুপুরে ইনকিলাব মঞ্চের ওসমান হাদির ওপরে হামলার প্রতিবাদে তৎক্ষণাৎ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা কেফায়েতুল্লাহর নেতৃত্বে মিছিলে নেতৃবৃন্দ যোগ দেন।
এরই মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা মেডিকেলে যান ওসমান হাদির খোঁজ-খবর নিতে।
দলে আছেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ কাশফি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নুর।