আনোয়ার হুসাইন(স্টাফ রিপোর্টার)
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১ নং রসুলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে সান্দিয়ান বুলবুল বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার আরোগ্য কামনায় মোনাজাত করে কেঁদেছেন দলীয় নেতাকর্মীরা।
( ৫ ডিসেম্বর ) শুক্রবার বাদ জুমা গফরগাঁও উপজেলা ১নংরসুলপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য কামনা করে আল্লাহর দরবারে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,গফরগাঁও উপজেলা শাখার জাতীয়তাবাদী দল বিএনপি'র সদস্য মোঃ বেলায়েত হোসাইন ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।
দোয়া শেষে মোঃ বেলায়েত হোসাইন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভরসার প্রতীক। নেত্রীর সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য ভীষণ জরুরি। গফরগাঁও উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি গভীর উদ্বেগ ও বেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি দান করে সুস্থ ও নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে দিন।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন। আজ তিনি কঠিন লড়াইয়ের মুখোমুখি। নেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন; এই মুহূর্তে আমাদের হৃদয় ভারাক্রান্ত, মন ব্যথায় বিদীর্ণ।
তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, মায়ের মতো মমতাময়ী একজন ব্যক্তিত্ব, যাঁর হাতে দেশের মানুষের বিশ্বাস ও স্বপ্ন নিরাপদ ছিল। আমাদের সকল নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানাই। যে যেখানে আছেন, আল্লাহর দরবারে তাঁর জন্য দোয়া করুন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও দোয়ায় অংশ নেন। তারা জানান, দলের প্রধান নেত্রী অসুস্থ হওয়ায় গফরগাঁও সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। ইতোমধ্যে উপজেলার প্রায় প্রতিটি মসজিদেই তার সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার কথাও জানান তারা।