গ্রামের সরু ছোট রাস্তা, হাটের মোড়, দোকানের সামনের ফাঁকা জায়গা, সব জায়গা আজ প্রার্থনার ধ্বনিতে ভরে উঠেছে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় গফরগাঁওয়ের সাধারণ মানুষ একত্র হয়ে হাতে হাত তুলে দোয়া করছেন, যেন গ্রামবাংলার প্রতিটি কোণায় মানুষের ভালোবাসা ও বিশ্বাস বয়ে চলেছে।
৩০ নভেম্বর বিকেলে রাওনা ইউনিয়নের ভাই ভাই মার্কেটের সামনে অনুষ্ঠিত এই দোয়া ও মোনাজাতের আয়োজন হয়েছে গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেনের নির্দেশনায়। স্থানীয় নেতাকর্মী মো. জুয়েল মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক এবং রাকিবুল হাসান সরকার, সাবেক দপ্তর সম্পাদক, স্বেচ্ছাসেবক দল, রাওনা ইউনিয়ন এই আয়োজনকে সফল করার জন্য সক্রিয়ভাবে ভূমিকা রাখেন।
স্থানীয়রা জানান, বড় মঞ্চ বা আনুষ্ঠানিকতার জন্য নয়, গ্রামের ছোট পথের কোণে, হাটের রাস্তায়, দোকানের বারান্দায় দাঁড়িয়ে সাধারণ মানুষ নিজের বিশ্বাস আর ভালোবাসা দিয়ে দোয়া করছেন। কেউ চোখে জল নিয়েই প্রার্থনা করছেন, কেউবা কণ্ঠে কাঁপন নিয়েই মোনাজাত করছেন। প্রত্যেকের হৃদয় থেকে উঠে আসা এই প্রার্থনা যেন এক শক্তিশালী বার্তা দেয়, নেত্রীকে সুস্থ দেখতে মানুষ একে অপরের পাশে দাঁড়াচ্ছে।
এভাবে গ্রামবাংলার সরল ও আন্তরিক মানুষদের ভেতর থেকে বের হওয়া দোয়া প্রমাণ করছে, রাজনৈতিক মঞ্চের বাইরে, মানুষের ভালোবাসা ও বিশ্বাসই এখন সবচেয়ে বড় শক্তি। খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ গফরগাঁওয়ের ছোট ছোট রাস্তা হয়ে উঠেছে দোয়ার এক প্রাণবন্ত আয়োজন।