সুনামগঞ্জ প্রতিনিধি
ভারত থেকে ফেরার পথে সেলিম নামক এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)
শনিবার রাতে মামলা দায়ের পুর্বক তাকে সুনামগঞ্জের তাহিরপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।
আটক সেলিম সুনামগঞ্জের ছাতক উপজেলার সিদ্ধিরচর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
সোমবার জেলার বালিয়াঘাট সীমান্তের লাকমা সীমান্ত গ্রামের একাধিক বাসিন্ধা এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার বিকেলে ২৮ -বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জের তাহিরপুরের বালিয়াঘাট বিওপির বিজিবি টহল দল বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১১৯৭ এর ওয়ান এস এলাকার ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ভারত থেকে প্রবেশের পর সেলিমকে আটক করে।
এরপর তার হেফাজত থেকে সিম সহ একটি মোবাইল ফোন সেট জব্দ করে বিজিবি টহল দল।
২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জের তাহিরপুরের বালিয়াঘাট বিওপির নায়েক আবু ছায়েম মিয়া বাদী হয়ে শনিবার রাতে মামলা দায়ের পূর্বক সেলিমকে তাহিরপুর থানায় সোপর্দ করেন।