আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৩, ময়মনসিংহ–৯ নান্দাইল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব ইয়াসের খান চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বেলা ১১টায় নান্দাইলের চামটা বাজারস্থ দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়সভায় উপস্থিত ছিলেন—
সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, বিএনপি নেতা নজরুল ইসলাম ফকির, মনির কমিশনার, জাহাঙ্গীর হোসেন বাবুল, আলমগীর সরকারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া নান্দাইলে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় প্রার্থী ইয়াসের খান চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, রাষ্ট্র গঠনে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সহ “নান্দাইলবাসীর প্রত্যাশা পূরণে একটি সুশাসন, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় আমি অঙ্গীকারবদ্ধ। এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে যুগোপযুগী উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। জনগণের সহযোগিতা ও সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ আমাকে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।সেই সাথে তিনি উল্লেখ করেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারলে জাতীয় সংসদে জোরালোভাবে কথা বলে নান্দাইল উপজেলায় একটি আধুনিক প্রেসক্লাব কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেবেন। পাশাপাশি নান্দাইলের কর্মরত সাংবাদিকদের জন্য সম্মানী ভাতা চালুর বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরো বলেন গণতান্ত্রিক প্রক্রিয়া, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিএনপ বদ্ধ পরিকর একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও প্রতিযোগিতা মূলক নির্বাচন আমাদের সকলের প্রত্যাশা।”সভায় উপস্থিত সাংবাদিকরা নির্বাচনী পরিস্থিতি, স্থানীয় উন্নয়ন, দলীয় প্রস্তুতি ও নির্বাচনী চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন প্রশ্ন রাখেন। প্রার্থী সেগুলোর প্রত্যেকটিতে বিস্তারিত ব্যাখ্যা দেন এবং স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।মতবিনিময় সভা শেষে সাংবাদিক ও নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা এবং কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।