আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইল উপজেলা শাখা বিএনপি দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গত শনিবার মাগরিবের নামাজের পর উপজেলার নতুন বাজার এলাকায় স্থাপিত এই নতুন কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এবং ময়মনসিংহ-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী।উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রার্থীর বক্তব্যে উঠে আসে দলের ভবিষ্যৎ দিকনির্দেশনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারে নান্দাইল বিএনপির অঙ্গীকার।
তিনি বলেন “নান্দাইলের গণমানুষ পরিবর্তন চায়, তারা তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। এই নতুন কার্যালয় হবে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডের নতুন ঠিকানা, গণতন্ত্রের সংগ্রামকে শক্তিশালী করার একটি প্ল্যাটফর্ম। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে নান্দাইলের জনগণ আবারও বিএনপিকে তাদের আস্থার প্রতীক হিসেবে দেখবে— আমরা সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছি।
ইয়াসের খান চৌধুরী আরও বলেন,
“আগামী জাতীয় নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি-দুঃশাসন থেকে মুক্তি এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। নান্দাইল বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছেন, জনগণের পাশে আছেন— এই শক্তিই আমাদের সবচেয়ে বড় সম্পদ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদিরসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন। তিনি বলেন—গণতান্ত্রিক আন্দোলনের প্রত্যেক ধাপে নান্দাইল বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছে। এই নতুন কার্যালয় আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। সদস্য সচিব এনামুল কাদির বলেন—উপজেলা বিএনপির প্রতিটি ইউনিট এখন আগের চেয়ে আরও শক্তিশালী। আমরা দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে কাজ করছি। সামনে যে চ্যালেঞ্জই আসুক— নান্দাইল বিএনপি সম্মিলিত নেতৃত্বে তা মোকাবিলা করবে।”আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ইয়াসের খান চৌধুরীকে ধানের শীষনপ্রতীকে জয়যুক্ত করার অঙ্গীকার নিয়ে সবাইকে দল মত নির্বিশেষে সবাই একসাথে কাজ করতে হবে। উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, নতুন কার্যালয়কে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালন করবে উপজেলা বিএনপি।