আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সাংবাদিকদের
সাথে পরিচিতি ও মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। সাথে ছিলেন নব যোগদানকৃত সহকারী কমিশনার ( ভূমি) রেবেকা সুলতানা ডলি । উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের সাথে পরিচয় পর্বে তিনি বলেন আমি পাবলিক ভার্সিটির ছাত্রী না। আমি সরকারি ইডেন কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে লেখাপড়া করেছি। আমি মনে করি মেধা ও সততা তাকলে যে কোনো জায়গা থেকেই প্রতিষ্টিত হওয়া সম্ভব। উনি বিসিএস ৩৪ তম ব্যাচের ।নান্দাইল এর পূর্বে উনি ধুবাউড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন । নান্দাইল উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার যাত্রা শুরু করেন। পরিচয় পর্বের শেষে উপজেলার সামগ্রিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন মনযোগ সহকারে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন পরিশ্রম সততা ও নিষ্ঠার সাথে সম্মানিত ভাবে কাজ করলে এই উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।