আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে সমূর্ত্ত জাহান মহিলা কলেজে ২০২৫ সালের ছাত্রী সংসদ নির্বাচন বৃহস্পতিবার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে কলেজ প্রাঙ্গণে ভোটারদের অংশগ্রহণে জমে ওঠে ভোটগ্রহণ কেন্দ্র। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পান।
নির্বাচনে ভিপি (সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করে আফসানা মিমি ৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। জেনারেল সেক্রেটারি (জিএস) পদে আফিয়া ইসলাম ঐশী সর্বাধিক ১০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এছাড়া খেলাধুলা সম্পাদক পদে ফারজানা আক্তার নীলা ১১০ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়াও বিভিন্ন পদে বিনা প্রতিদ্ধিতায় ১২ একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে।
নির্বাচন উপলক্ষে কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন পর একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তারা আনন্দিত। প্রার্থীদের সমর্থকরা ফলাফল ঘোষণার পর উল্লাস প্রকাশ করেন।
কলেজ অধ্যক্ষ নির্বাচনের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন এবং ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই নির্বাচন ছাত্রীদের নেতৃত্বগুণ ও গণতান্ত্রিক চর্চার এক সুন্দর দৃষ্টান্ত।”
নির্বাচনে কলেজের ছাত্রীদের অংশগ্রহণ ও উদ্দীপনা প্রমাণ করেছে যে তারা ভবিষ্যতে সুশিক্ষিত, সচেতন ও নেতৃত্বদানে সক্ষম নাগরিক হিসেবে গড়ে উঠছে।