আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণ করা জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছেন স্থানীয় আতাউর রহমান ও তাঁর ভাই হাসিম উদ্দিন—এমন অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকাবাসী কিশোরগঞ্জ সওজ কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকায় কানুরামপুর–ত্রিশাল আঞ্চলিক সড়ক নির্মাণের জন্য ২০০৯ সালে সওজ ভূমি অধিগ্রহণ করে এবং ক্ষতিপূরণের টাকা পরিশোধ করে। অথচ ওই সড়কের পাশে আতাউরের মোড়সংলগ্ন জায়গায় বর্তমানে ১০ কক্ষবিশিষ্ট একটি মার্কেট নির্মাণ চলছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেখানে কয়েকজন শ্রমিক পুরোদমে কাজ করছেন।
অভিযোগকারীদের মধ্যে শাপলা আক্তার বলেন, “আমার জমির অংশ সওজ অধিগ্রহণ করেছে। কিন্তু স্থানীয় আতাউর রহমান ও তাঁর ভাই প্রভাব খাটিয়ে সরকারি জায়গায় মার্কেট গড়ে তুলেছেন।” স্থানীয় বাসিন্দা আব্দুল মতিনের অভিযোগ, দুই ভাই দীর্ঘদিন ধরে সওজের জমি দখল করে রেখেছেন এবং এখন নতুন করে নির্মাণকাজ শুরু করেছেন।
অভিযুক্ত হাসিম উদ্দিন অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা সওজের জায়গায় নয়, নিজেদের জায়গায় মার্কেট করছি। তদন্তে সব পরিষ্কার হবে।”
এ বিষয়ে কিশোরগঞ্জ সওজের উপসহকারী প্রকৌশলী মুহাম্মদ আব্দুল্লাহ আল কবির জানান, বিষয়টি আমাদেন নজরে এসেছে এবং লিখিত অভিযোগ পেয়েছি, দ্রুত ব্যবস্হা নেওয়া হবে।