আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
নান্দাইল উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তারের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১:৩০ মিনিটে নান্দাইল নতুন বাজারে, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজর সামনে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, দায়িত্ব পালনকালে ইউএনও সারমিনা সাত্তার নানা অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।মানববন্ধনে বক্তারা বলেন, তার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করা হলেও যথাযথ তদন্ত হয়নি। দীর্ঘদিন ধরে ভুক্তভোগীরা ন্যায়বিচারের প্রত্যাশায় অপেক্ষা করছেন। এ সময় তারা আরও বলেন, সরকারি কর্মকর্তার মর্যাদা বজায় রেখে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের পরিবর্তে তিনি প্রভাব খাটিয়ে নানা অপকর্মে জড়িয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।বক্তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ও অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।