আব্দুল্লাহ জোবায়ের (ময়মনসিংহ) প্রতিনিধি
পাটশোলা ও শামিয়ানার কাপড়ে তৈরি ঝুপড়ি ঘরে বসবাস আবুল কাশেম এবং আলপনা দম্পতির। নেই স্বাস্থ্যসম্মত টয়লেট ও সুপেয় পানির টিউবওয়েল। বিষয়টি জানতে পেরে অসহায় পরিবারটিকে সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন 'জনতার ঈশ্বরগঞ্জ'।
পর্যায়ক্রমে একটি বসতঘর ও স্বাস্ব্যসম্মত টয়লেটও করে দেওয়া হবে বলেও জানান সংগঠনটির অ্যাডমিন আরিফুল হক।
আজ বৃহস্পতিবার উপজেলার সরিষা ইউনিয়নের চাপিলাকান্দা গ্রামের আবুল কাশেমের বসতঘরের সামনে একটি নতুন টিউবওয়েল স্থাপন করে দেয় সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
এ সময় উপস্থিত ছিলেন 'জনতার ঈশ্বরগঞ্জ'র প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন মো. এহছানুল হক,উপদেষ্টা মন্ডলির সদস্য ও এম.আর.টি গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোশারফ হোসেন,অ্যাডমিন আরিফুল হক, মডারেটর রুহুল আমীন, মাসুম আহমেদ,আরিফুল ইসলাম মুবিন প্রমুখ।
জানা গেছে,আবুল কাশেম পেশায় ছিলেন একজন ডেকোরেশন মিস্ত্রি। যা রোজগার করতেন তা দিয়েই কোনমতে টেনেটুনে সংসার চালাতেন। অভাবের সংসারে সেসময় খেয়েপড়ে চলতেই বেগ পোহাতে হতো। ফলে নির্মাণ করা হয়নি মাথা গোঁজার একটি ঘরও। কিন্তু গত পাঁচ বছর আগে তিনি হঠাৎ স্টোক করেন আবুল কাশেম। একে একে শরীরে হানা দেয় ডায়াবেটিকস, শ্বাসকষ্ট, হাইপ্রেসার ও হার্টের রোগ। এরপর থেকে তিনি আর সোজা হয়ে দাঁড়াতে পারেননি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম আবুল কাশেম এখন নানা রোগে-শোকে মানবেতর জীবনযাপন করছেন।
এমতাবস্থায় সুপেয় পানির জন্য নতুন টিউবওয়েল ক্রয় করে বসানো পরিবারটির পক্ষে অনেক কঠিন ছিল।
নতুন টিউবওয়েলের পানি পান করে অসহায় আবুল কাশেম ও তার স্ত্রী আলপনা বলেন, দীর্ঘদিন ধরে আয়রনযুক্ত পানি পান করে আসছি। ভালো পানির সংকট দূর হয়েছে। যারা আমাদের পানির তৃষ্ণা মেটানোর জন্য নতুন টিউবওয়েল দিয়েছে আল্লাহ তাদের মঙ্গল করুন।
'জনতার ঈশ্বরগঞ্জ' স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য ও এম.আর.টি কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মোশারফ হোসেন বলেন,পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। অন্যের কাছে পানি সরবরাহ করা ও সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়া অন্যতম একটি ইবাদত। অসহায় কাশেম চাচার পরিবারের কথা বিবেচনা করে আমরা তার বাড়ির উঠানে নতুন একটি টিউবওয়েল বসিয়ে দিয়েছি। এতে পরিবারটির সুপেয় পানির সংকট দূর হয়েছে। আমরা পর্যায়ক্রমে পরিবারটির জন্য একটি টয়লেট ও ঘর নির্মাণ করে দিব ইনশাআল্লাহ।