আব্দুল্লাহ জোবায়ের প্রতিনিধি ময়মনসিংহ জেলা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একজন আলেমের উপর হামলা ও দাড়ি ছেঁড়াকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করা হয়েছে। এলাকাবাসীর ব্যানারে সোমবার বিকেলে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের পাছপাড়া আকন্দ বাড়ীর বাসিন্দা ও ঈশ্বরগঞ্জ তাহজিবুল বানাত মহিলা মাদ্রাসার শিক্ষক মুফতি আদিল মিয়ার সাথে প্রতিবেশী তারেক আকন্দ রকির পূর্বশত্রুতার জের ধরে ওই হামলা ও দাড়ি ছেঁড়ার ঘটনাটি ঘটে। একজন আলেমের উপর হামলা ও নবীজীর সুন্নাত দাড়ি ছেঁড়ার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষোদ্ধ হয়ে ওঠে এলাকাবাসী। পরে সোমবার বিকেলে তারা বিক্ষোভের ডাক দেয়।
মুফতি আদিল মিয়া জানান, ঘটনার দিন তাদের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিলো। ওই অনুষ্ঠানে তার মামা ডাঃ মো মতিউর রহমান বিয়ের দাওয়াত খেতে আসেন। এসময় অনুষ্ঠানে মামা মতিউর রহমানকে দেখে তারেক আকন্দ রকি ক্ষিপ্ত হয়ে চড় মারেন। এতে উভয়ে হাতাহাতি শুরু হলে মামাকে ফিরিয়ে আনতে যান মুফতি আদিল মিয়া। পরে তিনি রকি ও তার পরিবারের লোকজনের হাতে হামলার শিকার হন। ওই সময় তাকে বেধড়ক মারধর করা হয় এবং দাঁড়ি টেনে ছিঁড়ে ফেলা হয়। তিনি চিকিৎসা শেষে এখন বাড়িতেই আছেন। থানায় একটি এজহারও দায়ের করেছেন।
বিষয়টি নিয়ে বিভিন্নভাবে চেষ্টা করেও অভিযুক্ত তারেক আকন্দ রকির কোন বক্তব্য পাওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, বিষয়টি নিয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।