এম সালমান আহমদ সুজন :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী শিমুলতলা গ্রামে চিহ্নিত ইয়াবা সম্রাট শাজাহান মিয়া (৪০) ও তার মেয়ের জামাই ইয়াবা ব্যবসায়ী ইউনুছ আলী (২৬) কে গ্রামবাসী হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাত ১২টার দিকে গ্রামবাসী শাজাহানকে ইয়াবা বিক্রি বন্ধ করার জন্য নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে শাজাহান তার জামাই ইউনুছ আলীসহ ১০ থেকে ১৫ জন সহযোগীকে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রামবাসীর ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় গ্রামবাসী তাদের প্রতিরোধ করে শাজাহান ও ইউনুছকে আটক করে। পরে খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের থানায় নিয়ে যায়।
আটককৃত শাজাহান মৃত মগবুল হোসেনের ছেলে এবং ইউনুছ একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ও শাজাহানের মেয়ের জামাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, আটক শাজাহান ও ইউনুছের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শাহিবুর রহমান জানান, শাজাহান দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় একটি চক্র গড়ে তুলেছে। তার বিরুদ্ধে থানায় ও আদালতে অন্তত ১২ থেকে ১৯টি মাদকের মামলা রয়েছে। দিনরাত বিভিন্ন গ্রামের তরুণ-যুবকরা ইয়াবার জন্য তার বাড়িতে ভিড় জমাত। এ কারণে গ্রামের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। গ্রামবাসী তাকে নিষিদ্ধ করলে উল্টো মামলা-মোকদ্দমা ও হামলার হুমকি দিত।