স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ জোবায়ের হোসেন
আবু আব্বাস কলেজ শিক্ষার্থী তনয় এর উপর মাদকাসক্তদের হামলা শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নেত্রকোণা জেলা শাখা।
নেত্রকোণার স্বনামধন্য কলেজ আবু আব্বাস কলেজ এর একাদশ শ্রেণীর ছাত্র তনয় এর উপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নেত্রকোণা জেলা সভাপতি সায়াদ আল ফাহীম এবং জেলা সাধারণ সম্পাদক সাইফুর রহমান নির্জন।
জানা যায়, আজ ২৩শে আগষ্ট,২০২৫ মঙ্গলবার কলেজ প্রাঙ্গনে একদল মাদকাসক্ত শিক্ষার্থী তনয়ের উপর অতর্কিত হামলা করে। এসময় তারা তনয়কে ছুরিকাঘাত করে।
এক যৌথ বার্তায় নেতৃবৃন্দ বলেন, মাদকাসক্তদের হাতে দেশ,জাতী কখনো নিরাপদ নয়। তারা কখন কি করে নিজেরাও জানে না। ক্যাম্পাস জ্ঞান চর্চার একটি উন্মুক্ত প্লাটফর্ম। উক্ত প্লাটফর্মে শিক্ষার্থীরা নিরাপদ বোধ করে।
কিন্তু সাম্প্রতিক এই ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীরা কতটুকু নিরাপদ তা নিয়ে প্রশ্ন উঠেছে। যে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা নিরাপদ নয় সেখানে পাঠদান,জ্ঞানচর্চা কিভাবে সম্ভব!
আবু আব্বাস কলেজ শিক্ষার্থী তনয়ের উপর এই সন্ত্রাসী হামলা শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
নেতৃবৃন্দ আরও বলেন,ক্যাম্পাসে মাদকাসক্তরা কিভাবে প্রবেশ করে? এরসাথে কলেজ প্রশাসনের নিষ্ক্রিয়তাকেও দ্বায়ী করেন নেতৃবৃন্দ।
একইসাথে প্রশাসনের প্রতি জোর দাবি জানান,দোষীদের অনতিবিলম্বে গ্রেফতার করা হোক। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে এবং শিক্ষাঙ্গনের নিরাপত্তা জোরদার করণে জোড়ালো ভূমিকা রাখার আহ্বান জানান।
এবং, শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান যেন তারা এসব ঘটনা সংঘবদ্ধভাবে প্রতিহত করেন। শিক্ষার্থীদের সচেতনতা এবং ঐক্যবদ্ধতাই পারে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে।
বার্তাপ্রেরক
রফিকুল ইসলাম আকন্দ
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
নেত্রকোণা জেলা শাখা।
মোবা: +8801969190810