 
     আশরাফ আলী ফারুকী
আশরাফ আলী ফারুকী 
গফরগাঁও উপজেলায় অনুষ্ঠিত হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা ২০২৫। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস্টার পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।
মোট ৩০টি বিদ্যালয়ের ৯০ জন প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় চূড়ান্তভাবে বিজয়ী হয় ২৭ জন শিক্ষার্থী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ইনোভেটিভ এই প্রতিযোগিতা চালুর রূপকার ময়মনসিংহ জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওবায়দুল্লাহ। তাঁর এ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া পড়ে এবং শিক্ষক-অভিভাবকদের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম. আবদুল্লাহ আল-মামুন। তিনি উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অনুপ্রাণিত করেন।
এছাড়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শাহ আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গফরগাঁও ও কান্দিপাড়া শাখার শিক্ষক নেতৃবৃন্দ অনুষ্ঠানকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক ও অভিভাবক উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন, যা প্রতিযোগিতাকে করে তোলে আরো প্রাণবন্ত ও আলোকিত।