পাবলিক ভয়েস: কুমিল্লায় গোমতী নদী থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
জানা যায়, আজ মঙ্গলবার বিকেল ৪টায় দাউদকান্দি পৌরসদর এলাকার গোমতী নদীর পাড় বরফকলের পাশে নদীতে একটি ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
দাউদকান্দি মডেল থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানান, স্থানীয় জনতার মাধ্যমে খবর পেয়ে নদী থেকে অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া সনাক্ত করা যায়নি।