আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে গড়ে উঠাডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালনা করায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।২৭ আগষ্ট ২০২৫ ইং বুধবার দুপুরে উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার উপজেলায় অবস্থিত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এ অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন অনিয়ম,অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদউত্তীর্ণ ওষুধের সরঞ্জাম, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে আব্বাস ডায়গনিস্টিক সেন্টারকে ১লক্ষ টাকা, সেন্ট্রাল ডায়গনিস্টিক সেন্টারকে ১লক্ষ টাকা এবং বায়োল্যাব ডায়গনিস্টিক সেন্টারকে ১ লক্ষ টাকা- জরিমানা করা হয় এবং কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার সীলগালা করে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট এবিষয়ে বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অভিযানে অংশ নেয়া প্রশাসনের সকলকে ধন্যবাদ জানান।
স্থানীয় এলাকাবাসী ও সেবা নিতে আসা লোকজন বলেন নিয়মিত এই অভিযান চলমান থাকলে অনিয়ম ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান বৃদ্ধি পাবে।