আকরাম হোসেন নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
নান্দাইল ভূমি অফিস ও কর্মচারীদের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি ফয়জুর রহমানকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ভূমি অফিস কার্যালয়ে গতকাল (২৫ আগষ্ট) রোজ মঙ্গলবার বিকাল ৩ টায় নান্দাইল ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। অল্প সময়ে তিনি নান্দাইলে একজন সৎ , নিষ্ঠাবান , সাহসী ও দক্ষ প্রশাসক হিসেবে নান্দাইল বাসীর মনে স্থান করে নিয়েছেন। বিদায়ী প্রশাসক বিদায়ের আগে নান্দাইল ভূমি অফিসের নান্দাইল উপজেলা বাসীর আস্থাভাজন সহকারী কমিশনার (ভূমি) স্যারের পদন্নোতি ও বদলী জনিত বিদায়ী সংবর্ধনা ছিল বিদায় সংবর্ধনায় সকলের চুখে পানি। ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বিদায় জানায়।সকলের চোখে পানি এসে যায়। ফয়জুর রহমান দুঃখ ভারাকান্ত হৃদয়ে বিদায়ী বক্তব্য দেন উনার চোখে ছিল শুধু পানি আর পানি।বিদায় অনুষ্ঠানে ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগন বিদায়ী প্রশাসক জনাব ফয়জুর রহমানের সু -স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।