গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভাড়াইল গ্রামে মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন স্কুল অব লিডারশিপ ইউএসএ (SOLE) ও ইয়ুথ ফোরাম।
সংগঠনের নেতারা এক যৌথ বিবৃতিতে জানান, গত ১৫ আগস্ট রাতে দুর্বৃত্তরা বারুদ ব্যবহার করে SOLE ও ইয়ুথ ফোরামের সদস্য নাদিমুল হকের পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ঐতিহাসিক এই স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
বিবৃতিতে বলা হয়, নাদিমুল হকের বাবা প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির প্রাক্তন আহ্বায়ক এবং উপজেলা মুক্তিযোদ্ধা সমিতির কমান্ডার ছিলেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৯৭ সালের ২৯ এপ্রিল তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ৬০ জন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গিয়ে সংহতি প্রকাশ করেছিলেন, যখন তিনি তৎকালীন রাজনৈতিক নির্যাতনের শিকার ছিলেন।
নেতারা বলেন, একজন শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধার পরিবারের ওপর এ ধরনের হামলা শুধু রাজনৈতিক প্রতিশোধ নয়, এটি দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপরও আঘাত।
তারা ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত দাবি করেন এবং অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন, অধ্যাপক শৈফুল করিম, সভাপতি, SOLE বাংলাদেশ;ডা. জামিল আহমেদ, নির্বাহী পরিচালক, SOLE USA;ডা. গোলাম রাব্বানী নয়ন বাঙালি, প্রতিষ্ঠাতা ও সভাপতি, SOLE যুক্তরাষ্ট্র।