গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নে দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। শনিবার বিকেলে শেখভিটা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে মহিষমাতান বাজারে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, নিগুয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রধান ওরফে লালু মেম্বার এবং তার ছোট ভাই আনিসুর রহমান শামীম দীর্ঘদিন ধরে এলাকায় দখল, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে। তাদের এমন কর্মকাণ্ডে দলীয় ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ ওঠে।
মানববন্ধনে বক্তারা বলেন, লালু মেম্বার ও শামীমের অত্যাচারে নিরীহ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। ঘরবাড়ি, জমি-বাড়ি দখল, চাঁদাবাজি থেকে শুরু করে ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে জিম্মি করা তাদের নিত্যদিনের কাজে পরিণত হয়েছে। এ অবস্থায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল হোসেন মানিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আকবর, সাবেক ছাত্র নেতা আবুল কাসেম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, পাগলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি ইব্রাহিম প্রধানসহ ভুক্তভোগী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে এই চক্রের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে অবশেষে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে।