ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি এলাকার বাগবাড়ী গ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক মো. আল আমিন (৩০) কে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪। সে মৃত মাওলানা আবুল কালাম আজাদীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় আল মদিনা জামে মসজিদের ইমাম আলামিন প্রায় তিন মাস ধরে মক্তবে ওই শিশুকে ধর্মীয় শিক্ষা দিয়ে আসছিল। গত ৩১ জুলাই সকালে পাঠ শেষে কৌশলে শিশুটিকে আলাদা কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পাগলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন ।
র্যাব জানায়, ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল। অভিযোগের পরপরই র্যাব-১৪ এর সিপিএসসি ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে। পরে সদর কোম্পানি র্যাব-৯ সিলেট এর সহযোগিতায় গত ২২ আগস্ট রাত ১২টা ৫ মিনিটে সিলেট মহানগর পুলিশের সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামি আল আমিনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে এসএমপি সিলেটের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।