আকরাম হোসেন নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইল ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন রায়পাশা গ্রামের মোঃ গোলাপ মিয়ার পুত্র আব্দুল মজিদ(৬) ক্যান্সারে আক্রান্ত হয়। অভাবের সংসারে পুত্রের চিকিৎসার খরচ চালিয়ে
যাওয়ার ক্ষমতা নাই গোলাপের। সংবাদ জেনে
রায়পাশা দাতব্য ফাউন্ডেশনের পক্ষ হতে ১০ দিনে
প্রবাসী ও এলাকার লোকজন ৪০ হাজার টাকা তুলে দেয় গোলাপের হাতে। আব্দুল মজিদের ১ টি
কিডনি অকেজো হয়ে যায়। যার ফলে ডাক্তারের পরামর্শে ফেলিয়ে দেওয়া হয়েছে ১ টি কিডনি এবং ২য় কিডনিতে কেমু তেরাফি চলমান মাসে চারটি কেমু তেরাফি দিতে হবে।
অভাবি অসহায় পিতা গোলাপের পক্ষে এত ব্যয় বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। দিনের রোজগারে সংসার চলে। সংবাদ পেয়ে রায়পাশা দাতব্য ফাউন্ডেশনের সদস্যগণ সাহায্য সহযোগিতার জন্য এগিয় যান যারা , প্রধান উপদেষ্টা শরীফ উদ্দিন সুজন সিঙ্গাপুর প্রবাসী, অর্থ উপদেষ্টা মোঃ রাসেল সিঙ্গাপুর প্রবাসী, সভাপতি মোঃ রাকিবুল হাসান শিমুল, সহ সভাপতি মোঃসোহাগ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নাঈম বিন সাইফুল্লাহ, সহঃ সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত সৌদি আরব প্রবাসী,সাংগঠনিক সম্পাদক মোঃ জুলহাস রানা, কোষাধ্যক্ষ মোঃ সিয়াম হোসেন রাব্বি। অর্থ দিয়ে অনেকেই সাহায্য করেছে মোঃ দ্বীন ইসলাম, মারুফ আহমেদ, জাকির হোসেন, ইয়াসিন আরাফাতের সহকর্মী, সোহাগের সহকর্মী, জুলহাস রানার বন্ধু বান্ধব দেশী এবং প্রবাসী আরো অনেকেই ইত্যাদি । সকলের সাহায্য সহযোগিতার মালিকের রহমতে বেঁচে যেতে
পারে শিশুটির প্রাণ।