আশরাফ আলী ফারুকী
ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়কে চলাচল স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দুপুরে জামতলা মোড় থেকে চাদনী মোড় পর্যন্ত প্রধান সড়কে দীর্ঘ সময় ধরে অসহনীয় ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়। এ সময় অভিযোগ উঠে, রাস্তার উপর আইন অমান্য করে বেশ কিছু যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়েছিল। এর মধ্যে দুইটি ট্রাক সরাসরি রাস্তার উপর পার্কিং করে রাখায় যানজট আরও তীব্র আকার ধারণ করে।
ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দুইজন ট্রাকচালকের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। পরে আদালত তাদের ছয় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। তাৎক্ষণিকভাবে চালকরা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে গফরগাঁও থানা পুলিশ। অভিযানে অংশগ্রহণকারী প্রশাসনের কর্মকর্তারা জানান, জনদুর্ভোগ লাঘব করতে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হবে। তারা আরও জানান, সড়কে আইন অমান্য করে পার্কিং কিংবা যানবাহন দাঁড় করিয়ে রাখা মোটেও সহ্য করা হবে না। যেকোনো অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত কঠোর ব্যবস্থা নেবে।
স্থানীয়রা জানান, নিয়মিত এ ধরনের উদ্যোগ নিলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ যাত্রীরা কিছুটা স্বস্তি পাবেন। বিশেষ করে ব্যস্ততম জামতলা মোড় থেকে চাদনী মোড় পর্যন্ত এলাকায় যানজট প্রায় নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। তাই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।