আকরাম হোসেন নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফয়জুর রহমান—এই নামটি নান্দাইলবাসীর কাছে শুধুমাত্র একটি দায়িত্বশীল পদ নয়,বরং সততা, মানবিকতা ও বিনয়ের প্রতিচ্ছবি।নান্দাইলে যোগদানের পর থেকেই তিনি তাঁর কর্মদক্ষতা, নিষ্ঠা ও সদাচরণের মাধ্যমে সকলের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
তিনি কখনো নিজেকে প্রকাশ করতে চাননি। অনেকের মতো ফেসবুকে পোস্ট দিয়ে নিজের কর্মকাণ্ড তুলে ধরার চেয়ে তিনি বিশ্বাস করেছেন নিঃশব্দে কাজ করার মধ্যে। দায়িত্ব পালনই ছিল উনার কাছে মুখ্য।শুধু ব্যক্তিগতভাবে নয়—দলমত নির্বিশেষে, যাঁরা তাকে চেনেন কিংবা তাঁর কর্মজীবনের সান্নিধ্যে এসেছেন,সবাই একবাক্যে স্বীকার করেন: তিনি একজন সৎ,নিষ্ঠাবান, ভদ্র ও মানবিক গুণসম্পন্ন কর্মকর্তা।তাঁর নির্লোভ, নীতিবান ও বিনয়ী জীবনের জন্য নান্দাইলের সর্বস্তরের মানুষের হৃদয়ে তিনি স্থায়ী জায়গা করে নিয়েছেন।এই মহান মানুষের কর্মগুণে মুগ্ধ হয়ে নান্দাইলবাসী তাঁকে আজীবন স্মরণ রাখবে একজন প্রকৃত ‘ভালো মানুষ’ হিসেবে।সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে যোগদানের অপেক্ষায় রয়েছেন।উনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং বিশ্বাস করি—তিনি যেখানেই থাকবেন, সেখানকার মানুষও তাঁর চারিত্রিক গুণাবলির ছোঁয়ায় সমৃদ্ধ হবেন।