আকরাম হোসেন নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইল পৌরসভার ২নং ওয়ার্ড ভূঁইয়া পাড়া গ্রামে আজ ১৭ আগষ্ট রোজ রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটে সময় পৌরসভার কবরস্থান উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এ উপলক্ষে কবর স্থানের পরিবেশ সবুজ ও সুশোভিত করার লক্ষ্যে তাল, সুপারি, নারিকেল গাছ সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার সহকারী কমিশনার ভূমি ফয়জুর রহমান। উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, ভূইয়া পাড়া সরকারী প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মিলি আক্তার, পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার শাহানুর রহমান, পৌর অফিসের একান্ট অফিসার আনোয়ারুল কবির সেনেটারী ইন্সপেক্টর শাহজাহান মিয়া রতন পৌর সহকারী কর আদায়কারী শাহাবুদ্দিন, কম্পিউটার অপারেটর আশরাফ হোসেন, স্থানীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সমাপনী ভাষণে সভাপতি বলেন মুসলিম জীবনের জন্য কবরস্থান একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কেবল দাফনের স্থান নয়; বরং এটি আমাদের জন্য স্মরণ ও শিক্ষা গ্রহণের জায়গা। আজকের এই কবরস্থানের উদ্বোধন কেবল একটি স্থাপনা নয়, বরং সমাজের ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবসেবার প্রতীক তিনি আরও বলেন "আমরা সবাই মরণশীল। তাই এই কবরস্থান যেন সব মানুষের জন্য উন্মুক্ত থাকে, দ্বন্দ্ব-কলহের ঊর্ধ্বে উঠে আমরা যেন সবাই একে অপরের পাশে দাঁড়াই। কবরস্থান শুধু লাশ দাফনের জায়গা নয়, এটি আমাদের জন্য আল্লাহকে স্মরণ করার শিক্ষা দেয়।"শেষে দেশ, জাতি, এলাকার উন্নতি এবং মৃত মুসলমানদের মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের আয়োজকরা কবরস্থানের সার্বিক রক্ষণাবেক্ষণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।