নুর আহমেদ সিদ্দিকী
আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই রাজপথ উত্তপ্ত হয়ে উঠবে।প্রধান উপদেষ্টার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণায় বিএনপি সন্তুষ্ট হলেও জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ ( আইএবি),এনসিপিসহ বিভিন্ন ইসলামী ও নন ইসলামী দলগুলো অসন্তুষ্ট ও ক্ষুব্ধ। বর্তমানে নির্বাচনের কোন পরিবেশ নেই।গতকালও গাজীপুরে দুইজন সাংবাদিক কে হত্যা করা হয়েছে বিএনপির নেতার বিরুদ্ধে নিউজ করার অপরাধে।এর আগে ঢাকায় পাথর মেরে এক ব্যবসায়ীকে হত্যা করেছে বিএনপির নেতাকর্মীরা।সারা দেশে নজিরবিহীন চাঁদাবাজি, দখলবাজি, খুন ধর্ষণের উৎসব চলছে।এমন পরিস্থিতিতে দেশ জাতীয় নির্বাচনের দিকে গেলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও সংঘাতময়। জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার কোন প্রতিফলন ঘটবে।সেই পুরনো বন্দবস্তেই চলবে দেশ।
আবারো পেশিশক্তি আর কালো টাকার জোরে ভোট কেন্দ্র দখল,ব্যালটবক্স ছিনতাই আর আগে রাতে সিল মারার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায়না।
আগামী নির্বাচনে বিএনপির বিপরীতে,জামায়াত, আইএবি,এনসিপি,গণঅধিকার পরিষদ,এবি পার্টি,মজলিস যদি পিআর সিস্টেম ছাড়া নির্বাচনে না যায় তাহলে বিএনপি নির্বাচনে গেলেও তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না।১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির মত একতরফা নির্বাচন করতে পারে বিএনপি। তবে সেই সংসদ টিকবে না বরং আন্দোলনের মুখে বিএনপি বুমেরাং হবে।আগস্ট,সেপ্টেম্বর এবং নভেম্বর এই তিন মাস রাজপথে থাকবে সবচেয়ে বেশি উত্তপ্ত।বিএনপির বিপরীতে জামায়াত,আইএবি,এনসিপি যদি সারা দেশে আন্দোলন করে তাহলে জনমত পাল্টে যেতে পারে।সাধারণ মানুষ বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবেই ধরে নিবে।ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো ১৯টি বিষয়ে ঐকমত্য হয়েছে।যার মধ্যে ১০টিতে বিএনপি নোট অপ ডিসেন্ট দিয়েছে।নোট অপ ডিসেন্ট মানে হলো আপতত দৃষ্টিতে মানলেও ভবিষ্যতে সেটা তারা মানবে না।জুলাই সনদ বাস্তবায়ন এবং সেই আলোকে নির্বাচনের দাবি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।সেই সাথে জুলাই সনদে শাপলা চত্বরে নারকীয় হত্যাকান্ড,পিলখানা হত্যাকান্ড এবং ১৯৪৭ সালের আজাদী আন্দোলনকে সচেতনভাবে মাইনাস করায় ক্ষুব্ধ জামায়াত,আইএবিসহ ইসলামী দলগুলো।বিএনপির বিপরীতে জামায়াত
,ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বিএনপির পক্ষে ফ্যাসিস্ট হয়ে উঠা অসম্ভব হয়ে উঠবে।নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি না হলে রাজনৈতিক দলগুলো নির্বাচন বয়কট করার সম্ভাবনা প্রবল।রাজপথে স্লোগান উঠতে পারে, নো পিআর, নো ইলেকশন।
লেখকঃসাংবাদিক ও কলামিস্ট