জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থান-২৪ শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বৃষ্টিকে উপেক্ষা করে বিজয় মিছিল করেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় পর থেকেই ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম,জেলা দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ. বি সিদ্দিকুর রহমান, জেলা বিএনপির অন্যতম সদস্য ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা,জেলা দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাচ্চু,
জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আল ফাতাহ খান,পৌর বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য ফজলুল হক,জেলা বিএনপির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমানের নেতৃত্বে বিজয় মিছিল হয়। প্রতিটি মিছিল গফরগাঁও পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠে গিয়ে জমায়েত হয়। পরে সেখান থেকে সকল নেতৃবৃন্দের অংশগ্রহণে সম্মিলিতভাবে বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে জামতলা মোড় কেন্দ্রীয় স্মৃতিসৌধে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিগত ১৭ বছরের স্বৈরশাসনের ফলে দেশের অর্থনীতি,স্বাস্থসেবা,শিক্ষা ব্যবস্থা,রাজনৈতিক পরিবেশ,গণতান্ত্রিক চর্চা, মানবাধিকার, ভোটাধিকার বিনষ্ট হয়েছে। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শহীদদের।
এখন সময় এসেছে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার। তা ফিরিয়ে আনতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, জাতীয় নির্বাচনের মধ্য দিয়েই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হবে। সমাবেশে বক্তারা সবাইকে নিয়ে দেশ ও গণতন্ত্রের পথে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা ও পাগলা থানার উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা ইসমাইল হোসেন।