আকরাম হোসেন নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে ৪ বারের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল।রবিবার (২০ জুলাই)উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের শামছুন্নেছা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা বিএনপি,র সাবেক আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও যুবদল নেতা মোবারক হোসেন উজ্জলের সঞ্চালনায় এসময় মরহুমের কর্মবহুল জীবনি নিয়ে স্মৃতিচারণ করেন শামছুন্নেছা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রৌশনআরা বেগম,সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান,ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক নুরুল হক নুরু,আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শামছুল হক,যুবদল নেতা মাহমুদুল হাসান আরিফ,পরিচালনা কমিটির সাবেক সদস্য হাসান মেম্বার, সাবেক সদস্য শফিকুল ইসলাম সহ প্রমুখ।
এসময় উক্ত স্মরণ সভায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।