আশরাফ আলী ফারুকী
সারাদেশে প্রাশাসনের নির্লিপ্ততায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার (১৯ জুলাই) বিকেলে গফরগাঁও পৌরশহরের ইমামবাড়ি ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর মোজাম্মেল হোসেন মনন ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মাহবুবুল ইসলাম ইমন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ অশুভ শক্তির পাঁয়তারা ও সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে হুশিয়ারী জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মো. সৈকত মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান দীপ্ত, মহসিন মিয়া,
পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান সোহেল, আসাদুল হক সবুজসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।