আশরাফ আলী ফারুকী
ময়মনসিংহের গফরগাঁওয়ে আত্মকর্মসংস্থানে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে ৩০ জন নারী প্রশিক্ষণার্থীর হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গফরগাঁওয়ের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন. এম. আবদুল্লাহ-আল-মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারসহ সংশ্লিষ্ট প্রশিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণ কর্মসূচিটি বাস্তবায়ন করেছে ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)’। এ প্রকল্পে অর্থায়ন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) ও এএফডি (AFD)। কর্মসূচির আওতায় গফরগাঁওয়ের পিছিয়ে পড়া, নিম্ন আয়ের নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে সেলাই ও পোশাক প্রস্তুতিতে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা স্বল্প পরিসরে হলেও নিজের পায়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস অর্জন করেছেন। তারা ভবিষ্যতে নিজেদের আর্থিক উন্নয়নে এ দক্ষতাকে কাজে লাগাতে আগ্রহী।
স্থানীয় প্রশাসন জানায়, নারী ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।