আনোয়ার হোসাইন
গফরগাঁওয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন ও পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই, রবিবার বিকেলে জামতলা মোড়স্থ হাজী আফতাব টাওয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, গফরগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী বলেন, “আশুরা শুধু কারবালার শোকগাথা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনন্ত প্রেরণা। ইসলামের ইতিহাসে যেমন ইয়াজিদি স্বৈরাচার ছিল, তেমনি আমাদের দেশেও বারবার স্বৈরাচারী শাসন জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আওয়ামী দুঃশাসন অতীতের সকল স্বৈরতন্ত্রকেও হার মানিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই অন্যায়ের প্রতিবাদে শান্তিপূর্ণ ও সংবিধানসম্মত আন্দোলন করেছে এবং করে যাবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “পতিত সরকার মানুষের মৌলিক অধিকার, কথা বলার স্বাধীনতা এবং ধর্মীয় মূল্যবোধকে রুদ্ধ করে রেখেছিলো। ইসলামী আন্দোলনের কর্মীরা যেকোনো মূল্যে ইসলাম, ইনসাফ ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাবে।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গফরগাঁও উলামা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও শাখার আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল এবং জমিয়তে উলামায়ে ইসলাম গফরগাঁও উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মঈন উদ্দিন আল হাবিব।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গফরগাঁও উপজেলা শাখা ও ভ্রাতৃপ্রতিম সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।