নুর আহমেদ সিদ্দিকী, চট্টগ্রাম জেলা
আগামী ১৩ জুলাই২৫ রোজ রবিবার চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালী উপজেলায় আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।দলীয় প্রধান এর সফর ঘিরে পুরো চট্টগ্রাম দক্ষিণ জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি।জানা যায় ১৩জুলাই রবিবার বিকাল ২টা থেকে বাঁশখালী চাম্বলস্থ আয়ান কমিউনিটি সেন্টারে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাঁশখালী উপজেলা শাখার ব্যবস্থাপনায় উলামা সম্মেলন অনুষ্ঠিত হবে।এতে পীর সাহেব চরমোনাই ছাড়াও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার উপস্থিত থাকবেন।এছাড়াও বাঁশখালীসহ চট্টগ্রামের শীর্ষ আলেম ওলামা উপস্থিত থাকবেন বলে জানা যায়।
একই দিন বাঁশখালী জলদি মিয়ারবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করছে বাংলাদেশ মুজাহিদ কমিটি বাঁশখালী পৌরসভা শাখা ।মাহফিলে বয়ান করবেন পীর সাহেব চরমোনাই, মুফতি রেজাউল করিম আবরার,আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী, মুফতি সাঈদ আহমদ,মাওলানা আব্দুল্লাহ আল মারুফ,মাওলানা আব্দুস সত্তার ইসলামবাদী, মাওলানা মাহমুদ মাদানী প্রমুখ।এতে সভাপতিত্ব করবেন বাঁশখালী চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার মুহতামিম আল্লামা শাহ্ আব্দুল জলিল।এ নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি।পীর সাহেব চরমোনাইর সফর সম্পর্কে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক নুর আহমেদ সিদ্দিকী বলেন,পীর সাহেব চরমোনাইর সফর ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি।হুজুরকে কর্ণফুলী শাহ্ আমানত সেতু থেকে বিশাল মোটরসাইকেল শোডাউন দিয়ে বাঁশখালী নিয়ে যাওয়া হবে।মোটরসাইকেল শোডাউনে অংশ নিবেন বাঁশখালী, কর্ণফুলী ও আনোয়ারার দায়িত্বশীল ও শুভাকাঙ্ক্ষীরা।এছাড়াও তিনি জানান, পীর সাহেব চরমোনাই চট্টগ্রাম দক্ষিণ জেলা আওতাধীন বড় বড় মাদরাসা সফর করারও সম্ভাবনা রয়েছে।পীর সাহেব চরমোনাইর আগমন কে ঘিরে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে একপ্রকার আনন্দ বিরাজ করছে।বাঁশখালীর এই প্রোগ্রাম থেকেই বাঁশখালী-১৬ এবং আনোয়ারা-কর্ণফুলী-১৩ আসনের হাতপাখার এমপি প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে।