পাবলিক ভয়েস: ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আকঁচা ইউনিয়নের দেবীবাড়ি এলাকায় ও সকালে রাণীশংকৈল উপজেলার পাইলট স্কুল মোড়ে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার আকঁচা ইউনিয়নের উত্তর ঠাকুরগাঁও এলাকার দবিরুল ইসলামের ছেলে ট্রলিচালক আনোয়ার আলী (২৬) ও রানীশংকৈল উপজেলার দশিয়া গ্রামের সেলিমের ছেলে ট্রাক্টরের হেলপার রহিম (২৪)।
আহতরা হলেন- সদর উপজেলার আকচা ইউনিয়নের মোকসেদুল আলীর ছেলে ফরিদুল ইসলাম (২৭) ও রানীশংকৈল উপজেলার গুলটুর ছেলে খোকন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ দুপুরের দিকে আনোয়ার ইট নিয়ে ট্রলিযোগে শহরের দিকে আসছিলেন। এ সময় আকঁচা ইউনিয়নের দেবীবাড়ি এলাকায় পৌঁছালে অপরদিক দিয়ে আসা একটি মাহিন্দ্র ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এতে গুরুতর আহত হন তার সঙ্গে থাকা হেলপার।
অপরদিকে সকালে রানীশংকৈল উপজেলা চলন্ত একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ট্রলির ড্রাইভার। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ও রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান।